
দৈনিক জনকণ্ঠের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক আব্দুস সালামদেশের অন্যতম শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক ‘জনকণ্ঠ’-এর সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন তুখোড় সংবাদকর্মী আব্দুস সালাম। সম্প্রতি পত্রিকাটির উচ্চপর্যায় থেকে তাকে এই নতুন দায়িত্ব অর্পণ করা হয়েছে।বর্ণাঢ্য সাংবাদিকতা জীবন:আব্দুস সালাম সুনামগঞ্জের সাংবাদিকতা মহলে অত্যন্ত সুপরিচিত এবং দক্ষ এক মুখ। তিনি বর্তমানে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশন (ETV) এবং দেশের খ্যাতনামা ইংরেজি দৈনিক ডেইলি অবজারভার (The Daily Observer)-এর জেলা প্রতিনিধি হিসেবে সুনামের সাথে কাজ করছেন।উল্লেখ্য যে, তিনি এর আগে জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল ইসলামিক টেলিভিশন-এর সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ এই কর্মজীবনে তিনি মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ এবং হাওর অঞ্চলের মানুষের সমস্যা-সম্ভাবনা নিয়ে অসংখ্য গুরুত্বপূর্ণ প্রতিবেদন তুলে ধরেছেন।নতুন এই দায়িত্ব পাওয়ার পর আব্দুস সালাম এক প্রতিক্রিয়ায় বলেন, “জনকণ্ঠের মতো একটি সমৃদ্ধ ইতিহাস সম্পন্ন পত্রিকায় কাজ করা আমার জন্য বড় চ্যালেঞ্জ ও আনন্দের। আমি বরাবরের মতোই সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সুনামগঞ্জের মানুষের সেবা করতে চাই।”আব্দুস সালামের এই নতুন অর্জনে সুনামগঞ্জ প্রেসক্লাব, বিভিন্ন সাংবাদিক সংগঠন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তাকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তার লেখনীর মাধ্যমে সুনামগঞ্জের উন্নয়ন ও অগ্রগতির চিত্র জাতীয় পর্যায়ে আরও জোরালোভাবে উঠে আসবে।