
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুর উপজেলার নীলনদ খ্যাত সারী নদীতে চোরাবালিতে আটকা পড়ে এক পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০২২–২০২৩ সেশনের শিক্ষার্থী মো. মুসআব আমীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর আনুমানিক ১টার দিকে জৈন্তাপুর উপজেলার নীলনদ এলাকার সাহেবমারা ড্রয়ার নামক স্থানে নদীর চোরাবালিতে তলিয়ে যান তিনি। এ সময় সঙ্গে থাকা অন্যান্যরা তাকে উদ্ধার করতে ব্যর্থ হন।
সংবাদ পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় তিন ঘণ্টা তল্লাশি চালানোর পর নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহবুবুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মরদেহের সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নীলনদ এলাকায় পর্যটকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।