
মো আল আমিন
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় সরকারি অনুমতি ছাড়া কৃষিজমির মাটির উপরিস্তর কর্তনের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী এ দণ্ডাদেশ দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন মধ্যনগর উপজেলার চামরদানী গ্রামের উজ্জ্বল মিয়া ও জিয়াউর রহমান। আদালত উজ্জ্বল মিয়াকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অপরদিকে জিয়াউর রহমানকে ১০ দিনের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, কোনো ধরনের সরকারি অনুমতি ছাড়াই কৃষিজমির মাটির উপরিস্তর কেটে পরিবেশের ভারসাম্য ও জমির উর্বরতা নষ্ট করার অভিযোগে তাদের বিরুদ্ধে এ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
মধ্যনগর উপজেলা দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ বলেন, ভূমি সংক্রান্ত যেকোনো অবৈধ কর্মকাণ্ড আইনত দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে সবাইকে ভূমি আইন সম্পর্কে সচেতন থাকা এবং আইন মেনে চলার আহ্বান জানান তিনি। পাশাপাশি এ ধরনের অবৈধ কার্যক্রম রোধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।