
নিজস্ব প্রতিবেদক ::
দীর্ঘদিন পর পুণ্যভূমি সিলেটে পৌঁছেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে সিলেটজুড়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
এ উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ডের সমাজসেবক, কাউন্সিলর পদপ্রার্থী ও এ এইচ এম জহিরুল হক হিরুর নেতৃত্বে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলিয়া মাদরাসা মাঠে গিয়ে সমবেত হয়।
মিছিল চলাকালে নেতাকর্মীরা দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে স্লোগানে স্লোগানে মুখর করে তোলে পুরো এলাকা। তারেক রহমানের আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ ও প্রাণচাঞ্চল্য।
এ সময় উপস্থিত নেতারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরও বেগবান হবে। আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত জনসভাকে ঘিরে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিএনপির সাংগঠনিক শক্তি ও জনসমর্থনের দৃঢ়তারই প্রমাণ।