
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে স্বৈরাচারমুক্ত বাংলাদেশে প্রকৃত গণতন্ত্রের যাত্রা শুরু হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুরে সিলেটের আলীয়া মাদরাসা মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, বিগত ১৬ বছরে উন্নয়নের নামে দেশের জনগণের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে। যারা বাকস্বাধীনতা ও ভোটাধিকার কেড়ে নিয়েছিল, তারাই ইলিয়াস আলীর মতো অসংখ্য মানুষকে হত্যা ও গুম করেছে। মিথ্যা মামলা দিয়ে দেশবাসীকে জর্জরিত করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
বিএনপি চেয়ারম্যান বলেন, ষড়যন্ত্রকারীরা এখনও সক্রিয় রয়েছে। দেশ ও বিদেশে বসে যারা ষড়যন্ত্র করছে, তাদের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। দেশের মানুষ আগেও ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র প্রতিহত করেছে, আগামীতেও করবে।
লাখো মানুষের এই আন্দোলন-সংগ্রামে ২০২৪ সালে হাজারো মানুষ জীবন দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, একাত্তরের স্বাধীনতাকে যেমন রক্ষা করা হয়েছিল, তেমনি ২০২৪ সালের গণতন্ত্রকামীরাই ৫ আগস্ট স্বাধীনতা রক্ষা করেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ‘টেক ব্যাক বাংলাদেশ’ কর্মসূচির অর্ধেক বাস্তবায়ন হয়েছে, দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই গণতন্ত্রের পথে যাত্রা শুরু হবে।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে নারীদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। ভবিষ্যতে ফ্যামিলি কার্ডের মাধ্যমে মা-বোনদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা হবে। পাশাপাশি কৃষকদের সহায়তায় কৃষক কার্ড চালু করা হবে।
সিলেট অঞ্চলের প্রবাসীদের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, প্রতিটি জেলায় আধুনিক ট্রেনিং সেন্টার স্থাপন করা হবে, যাতে যুবসমাজ দক্ষ হয়ে বিদেশে গিয়ে ভালো বেতনে চাকরি করতে পারে। এতে দেশে রেমিট্যান্স বাড়বে এবং অর্থনীতির বিকাশ ঘটবে।
এর আগে বুধবার রাত ৮টার দিকে ঢাকা থেকে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। রাত ৯টা ১৮ মিনিটে তিনি হজরত শাহজালাল (রহ.)-এর মাজার ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর কবর জিয়ারত করেন। পরে হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত শেষে শ্বশুরবাড়ি দক্ষিণ সুরমার বিরাহিমপুর গ্রামে যান।
রাত সাড়ে ১২টার দিকে শ্বশুরবাড়িতে পৌঁছে স্থানীয় মুরুব্বি ও এলাকাবাসীর কাছে দোয়া কামনা করেন তিনি। উল্লেখ্য, তারেক রহমানের শ্বশুর সাবেক মন্ত্রী অ্যাডমিরাল মাহবুব আলী খান।