
মধ্যনগর প্রতিনিধি ::
সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানা পুলিশ ও জেলা
গোয়েন্দা শাখা (ডিবি), সুনামগঞ্জ-এর যৌথ অভিযানে ০২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
জনাব এ কে এম সাহাবুদ্দিন শাহীন, পিপিএম, অফিসার ইনচার্জ, মধ্যনগর থানা, সুনামগঞ্জ-এর দিকনির্দেশনায় এসআই নাজমুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এবং জেলা গোয়েন্দা শাখা, সুনামগঞ্জ-এর সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে মধ্যনগর থানার এফআইআর নং-০৯, তারিখ-৩০ সেপ্টেম্বর ২০২৫; জিআর নং-৬৬, তারিখ-৩০ সেপ্টেম্বর ২০২৫; সময়-০০:৩০ ঘটিকা, ধারা ১৪৩/৩২৩/৩২৬/৩৩২/৩৩৩/৩৫৩/৩০৭/১০৯/১৮৬/৩৪ দণ্ডবিধি, ১৮৬০ এবং তৎসহ ২৫বি(১)(খ)/২৫ডি বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামিদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন—
১। সালমান মিয়া (২৬), পিতা- মোঃ রওশন আলী, সাং- দাতিয়াপাড়া, থানা- মধ্যনগর, জেলা- সুনামগঞ্জ।
তাকে মধ্যনগর থানাধীন ১নং বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের অন্তর্গত মহেষখলা বাজার এলাকা থেকে অদ্য ২০/০১/২০২৬ খ্রি. রাত আনুমানিক ২০:৩০ ঘটিকায় গ্রেফতার করা হয়।
২। মোঃ রোস্তম আলী (৩৫), পিতা- মোঃ কাবিল উদ্দিন, সাং- রূপনগর, থানা- মধ্যনগর, জেলা- সুনামগঞ্জ।
তাকে মধ্যনগর থানাধীন ১নং বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের অন্তর্গত রূপনগর এলাকা থেকে একই মামলার তদন্তে গ্রেফতার করে অদ্য ২০/০১/২০২৬ খ্রি. রাত ২২:১৫ ঘটিকায় থানায় আনা হয়।
পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক আগামীকাল যথাযথ পুলিশ এসকর্টের মাধ্যমে গ্রেফতারকৃত আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।