
সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এক কোটি ৯ লাখ টাকার বেশি মূল্যের অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি-৪৮ ব্যাটালিয়ন।
বিজিবি জানায়, মঙ্গলবার (২০ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের একাধিক টহলদল সিলেটের বাংলাবাজার, বিছনাকান্দি, সংগ্রাম, পান্থুমাই, প্রতাপপুর ও তামাবিল এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। এসব অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কম্বল, পেঁয়াজ, কমলা, ওষুধ, চকোলেট, সাবান ও মেহেদী জব্দ করা হয়।
এছাড়া বাংলাদেশ থেকে অবৈধভাবে পাচারকালে শিং মাছ, রসুন ও সুপারি উদ্ধার করা হয়।
অন্যদিকে, ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল সেনাবাহিনীর সহায়তায় নগরীর হুমায়ুন রশিদ চত্বরে অভিযান চালিয়ে একটি ট্রাকের বালুর নিচে লুকানো বিপুল পরিমাণ জিরা উদ্ধার করে।
বিজিবি সূত্র জানায়, জব্দকৃত অবৈধ ভারতীয় পণ্যের মোট সিজারমূল্য ধরা হয়েছে এক কোটি ৯ লাখ ৩০ হাজার ২৪০ টাকা।
এ বিষয়ে বিজিবি-৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল নাজমুল হক জানান, জব্দ করা মালামালের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।