
শাবি প্রতিনিধি :
২০ জানুয়ারি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন অনুষ্ঠিত হবে—এ বিষয়ে সুস্পষ্ট নিশ্চয়তা না পেলে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই সঙ্গে রাত ৯টার মধ্যে এ ঘোষণা না এলে প্রশাসনের পদত্যাগ দাবি করেন তারা।
সোমবার রাত ৮টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে দীর্ঘ বৈঠক শেষে প্রশাসনিক ভবনের সামনে এ আল্টিমেটাম দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এসময় তারা বলেন, একটি পক্ষ ক্ষমতায় আসার আগেই শিক্ষার্থীদের অধিকার হরণ করার চেষ্টা করছে। শাকসু বন্ধ করা হলে ভবিষ্যতে দেশের কোনো বিশ্ববিদ্যালয়েই ছাত্র সংসদ নির্বাচন হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।
শিক্ষার্থীরা আইন-আদালতের জটিলতার মাধ্যমে শাকসু নির্বাচন বন্ধ না করার আহ্বান জানান এবং শাকসু নির্বাচনের পক্ষে দেশের সব শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকার সমালোচনা করে তারা বলেন, রাত ৯টার মধ্যে সঠিক ও স্পষ্ট সিদ্ধান্ত না এলে প্রশাসনের পদত্যাগ দাবির পাশাপাশি ক্যাম্পাসে বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহ অচলসহ কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।