
নিজস্ব প্রতিবেদক :
মৌলভীবাজারে মা ও চার বছর বয়সী শিশুর আত্মহত্যার ঘটনায় প্ররোচনা দানের অভিযোগে কুতুব উদ্দিন (৩১) নামের একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে র্যাবের গণমাধ্যম বিভাগ বিষয়টি নিশ্চিত করে। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে দক্ষিণ সুরমার কদমতলী এলাকা থেকে অভিযান চালিয়ে কুতুব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত কুতুব উদ্দিন মৌলভীবাজার জেলার জুড়ী থানার উত্তর বড়ডহর গ্রামের আজিজুর রহমানের ছেলে। তিনি জুড়ী থানায় দায়ের করা তার স্ত্রী ও চার বছর বয়সী শিশুসন্তানের আত্মহত্যার ঘটনায় প্ররোচনার অভিযোগে দায়েরকৃত মামলার (মামলা নং–১০/২৯/১২/২৫) এজাহারভুক্ত আসামি।
র্যাব-৯-এর গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তারকৃত কুতুব উদ্দিনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জুড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।