
হাকীম নোমানী,
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি :
সুনামগঞ্জের ছাতকে আজ থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী আল-হাদী ইসলামি যুব সংঘের উদ্যোগে দুই দিনব্যাপী ৩৩তম তাফসীরুল কুরআন মহা সম্মেলন। আগামী ১৯ ও ২০ জানুয়ারি অনুষ্ঠিতব্য এই ধর্মীয় মহাসম্মেলনকে ঘিরে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
রাত পোহালেই শুরু হতে যাওয়া এ মোবারক মাহফিলে দেশের খ্যাতনামা ওলামায়ে কেরাম পবিত্র কুরআনের তাফসীর পেশ করবেন। আয়োজক সূত্রে জানা যায়, তাফসীরুল কুরআন মাহফিল মুসলিম উম্মাহর জন্য হেদায়েত, আত্মশুদ্ধি ও নৈতিক উন্নয়নের এক গুরুত্বপূর্ণ মাধ্যম।
এ কারণে এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের দলে দলে উপস্থিত হয়ে বরকতময় এই মাহফিল সফল করার পাশাপাশি অশেষ সাওয়াব অর্জনের জন্য উদাত্ত আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, আল-হাদী ইসলামি যুব সংঘ দীর্ঘদিন ধরে নিয়মিতভাবে তাফসীরুল কুরআন মাহফিল আয়োজন করে আসছে। এসব মাহফিল এলাকায় দ্বীনি চেতনা জাগ্রত ও ইসলামী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
১৯ ও ২০ জানুয়ারির তাফসীরুল কুরআন মহা সম্মেলন সর্বাঙ্গীণভাবে সফল হোক—এই কামনাই সংশ্লিষ্ট সকলের।