
মোঃ মীরজাহান মিজান
বিশেষ প্রতিনিধি, জগন্নাথপুর;:
সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশের বিশেষ অভিযানে পৃথক তিনটি মামলার পরোয়ানাভুক্ত ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় এসআই মোঃ আল-আমিন, এএসআই এখলাছুর রহমান ও এএসআই মাহবুবুর রহমান চৌধুরীসহ সঙ্গীয় পুলিশ ফোর্স অভিযানটি পরিচালনা করে।
অভিযান চলাকালে জিআর-৯৪/১৫ (ছাতক) মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি জগন্নাথপুর পৌর শহরের কেশবপুর গ্রামের মৃত হারিছ উল্লার ছেলে বাদশা মিয়া (৪২), পারিবারিক জারি মামলা নং ২৭৬/২৫-এর পরোয়ানাভুক্ত আসামি উপজেলার সাদিপুর গ্রামের চান্দ আলীর ছেলে মোঃ আবুল হোসেন এবং সিআর-৩২৫/২৫ (জগন্নাথপুর) মামলার পরোয়ানাভুক্ত আসামি সৈয়দপুর হারিকোনা গ্রামের মৃত সৈয়দ ইংরাজ আলীর ছেলে সৈয়দ রুম্মানকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের শনিবার (১৭ জানুয়ারি) যথাযথ আইনি প্রক্রিয়া শেষে পুলিশ প্রহরায় সুনামগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।