
সিলেটের আখালিয়া নয়াবাজারে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি এবং কাউকে আটক বা গ্রেপ্তারও করা হয়নি।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর আনুমানিক আড়াইটার দিকে আখালিয়া নয়াবাজার এলাকার স্থানীয় দুটি পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দেবোত্তর সম্পত্তি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষই লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র ব্যবহার করে। এতে কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং পুলিশের নজরদারিতে আছে। তিনি আরও জানান, বিষয়টি নিয়ে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করা হবে।