
নিজস্ব প্রতিবেদক::
সিলেটের শাহপরান থানাধীন ৩৬নং ওয়ার্ডের আরামবাগ এলাকায় দশম শ্রেণির এক কিশোরীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৩ জানুয়ারি দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে শাহপরান থানাধীন ৩৬নং ওয়ার্ডের আরামবাগ ২নং রোডের ৩৬নং বাসায় নাদিয়া বেগম (১৬) নামে ওই কিশোরী নিজ কক্ষে ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
ঘটনার খবর পেয়ে শাহপরান থানার এসআই সোহেল-এর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে বিকাল ৪টা ৩০ মিনিটে ময়নাতদন্তের জন্য মরদেহটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে মানসিক চাপে পড়ে ওই কিশোরী আত্মহত্যা করতে পারে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে চলছে শোক ও কান্নার মাতম।
নিহতের পরিচয়
নিহত নাদিয়া বেগম (১৬) ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার কুন্ডা গ্রামের আব্দুল্লাহর মেয়ে। তিনি অস্থায়ীভাবে শাহপরান থানাধীন ৩৬নং ওয়ার্ডের আরামবাগ ২নং রোডের ৩৬নং বাসায় ভাড়াটিয়াবাসায় বসবাস করতেন।