
মোঃ মীরজাহান মিজান
বিশেষ প্রতিনিধি, জগন্নাথপুর:
সুনামগঞ্জের জগন্নাথপুরে হাওর রক্ষা ও কৃষকের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে হাওর বাঁচাও আন্দোলনের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে জগন্নাথপুর পৌর শহরের মিতালী রেস্টুরেন্টের কনফারেন্স রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সুনামকণ্ঠ পত্রিকার সম্পাদক ও হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বহলুল এবং জগন্নাথপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক।
চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহিদুল ইসলাম বকুলের সভাপতিত্বে এবং জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. শাহজাহান মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাংবাদিক আবদুল ওয়াহিদ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাস্টার রুহুল আমিন, ডা. আজিজুর রহমান, ব্যবসায়ী নুর মোহাম্মদ, সালামত আলী, কৃষক ফখরুল ইসলাম, সাংবাদিক আমিনুর রহমান জিলু ও শাহ ফুজায়েল আহমদসহ আরও অনেকে। এ সময় সাংবাদিক আমিনুল হক সিপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্মেলনের একপর্যায়ে হাওর বাঁচাও আন্দোলন জগন্নাথপুর উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করেন জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বহলুল। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হন মো. শাহিদুল ইসলাম বকুল এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান সাংবাদিক মো. শাহজাহান মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে বিজন সেন রায় বলেন, “হাওর বাঁচাও আন্দোলন কৃষকের স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছে। এটি একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। হাওরের ফসল রক্ষা বাঁধে অনিয়ম হলে আমরা প্রতিবাদ ও আন্দোলনের মাধ্যমে কৃষকের পাশে থাকবো।”
বিশেষ অতিথির বক্তব্যে ইয়াকুব বখত বহলুল বলেন, “হাওরের ফসল রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বাঁধ নির্মাণে অনিয়ম ও অবৈধ লুটপাট বন্ধ করতে হবে। কোথাও ত্রুটি দেখা দিলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে, প্রয়োজনে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করতে হবে।”
সম্মেলন শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ হাওর রক্ষা ও কৃষকের অধিকার আদায়ে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।