
সিলেটের জৈন্তাপুর উপজেলায় পরিবেশ সংরক্ষণ আইনে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) দুপুর ৩টার দিকে জৈন্তাপুর উপজেলার তামাবিল মহাসড়কের সন্নিকটে সারীঘাট দক্ষিণপাড় বেদে পল্লী সংলগ্ন ভাঙনকবলিত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত তিনজনকে একটি ট্রাকসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কাছ থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তাদের কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়।অভিযান শেষে ইউএনও মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, ‘পরিবেশ রক্ষার স্বার্থে যেকোনো ধরনের অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। সরকারি আইন লঙ্ঘন করে কেউ যেন প্রাকৃতিক সম্পদের অপব্যবহার করতে না পারে, সে বিষয়ে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।’তিনি আরও বলেন, ‘পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী পরিবেশবিরোধী যেকোনো কর্মকাণ্ডে দণ্ড ও জরিমানার বিধান রয়েছে। জৈন্তাপুর উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে পরিবেশ ও নদী রক্ষায় সচেষ্ট রয়েছে।’