
সিলেট-৩ আসনে বিএনপির প্রার্থী এমএ মালিক ও সিলেট-৬ আসনে দলটির প্রার্থী ফয়সল চৌধুরীসহ সিলেটে স্থগিত হওয়া ৪ প্রার্থীর মনোনয়ন গৃহীত হয়েছে। তবে সিলেট-১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী এহতেশামুল হকের মনোনয়ন বাতিল হয়েছে।
রোববার বিকেলে কাগজপত্র যাছাই-বাছাই শেষে এ তথ্য জানান, জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
তিনি জানান, শনিবার ৪ প্রার্থীর মনোনয়ন স্থগিত করা হয়েছিলো। এদের মধ্যে বিএনপির এমএ মালিক, এনসিপির এহতেশাম ও সিলেট-৬ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী জাহিদুর রহমানের মনোনয়নপত্র স্থগিত করা করা হয়েছিলো দ্বৈত নাগরিকত্ব ছাড়ার কাগজপত্র জমা না দেওয়ার কারণে।
আর সিলেট-৬ আসনে বিএনপির প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী ও সিলেট-৪ আসনের জাতীয় পার্টির প্রার্থী মুজিবুর রহমানের মনোনয়ন স্থগিত হয়েছিলো অনান্য কাগজপত্রের অপ্রতুলতার কারণে।
জেলা প্রশাসক জানা, এহতেশামুল হক ছাড়া বাকী ৪ জনই কাগজপত্র জমা দেওয়ায় রোববার তাদের মনোনয়নপত্র বৈধ বলে গৃহিত হয়। তবে এহতেশামুল হক যুক্তরাজ্যের নাগরিকত্ব ছাড়ার কোন কাগজপত্র দেখাতে না পারায় তার মনোনয়ন বাতিল করা হয়।
তবে এহতেশামুল হক তার হলফনামায় উল্লেখ করেছেন গত ২২ অক্টোবর তিনি যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগ করেছেন।
সিলেটের ছয়টি আসন থেকে মোট ৪৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এদের মধ্যে শনিবার ৫ জনের মনোয়নপত্র স্থগিত ও ৭ জনের বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।