প্রিন্ট এর তারিখঃ Jan 7, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 4, 2026 ইং
মধ্যনগরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি :
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি) মধ্যনগর উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মধ্যনগর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আবুল হাসান আকুঞ্জি।
দোয়া ও মিলাদ মাহফিলে মাদ্রাসার শিক্ষার্থীদের পাশাপাশি উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন। দোয়ায় মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত, যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইউম মনজু, যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, মোসাহিদ তালুকদার, সদস্য কামাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সাইফুল, যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন সোহেল, সাইদুর রহমান জিয়া ও সাজিবুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রোকন উদ্দিন, সদস্য সচিব সেফুল মিয়া এবং উপজেলা ছাত্রদলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এ সময় নেতৃবৃন্দ মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, ত্যাগ ও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Todaysylhet24.com