
মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় চলমান ‘ডেভিল হান্ট অপারেশন ফেইজ–২’-এর আওতায় অভিযান চালিয়ে যুবলীগ নেতা জামাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাতে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের হামিদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি হামিদপুর গ্রামের মৃত জবেদ আলীর ছেলে এবং বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের যুবলীগের সহ-সভাপতি ছিলেন।
পুলিশ জানায়, জামাল হোসেন মধ্যনগর থানায় ২০২৪ সালের নভেম্বর মাসে দায়ের হওয়া একটি রাজনৈতিক মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত ছিলেন। মামলার তদন্তের অংশ হিসেবে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।