
ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন.....
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গোটা জাতির মতো টুডে সিলেট পরিবারও গভীর শোকে মর্মাহত। তাঁর মৃত্যুতে দেশের রাজনীতিতে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে।
দীর্ঘ রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া গণতন্ত্র, জাতীয় স্বার্থ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আপসহীন ভূমিকা পালন করেছেন। সাহসী নেতৃত্ব, ত্যাগ ও দৃঢ় অবস্থানের মাধ্যমে তিনি এ দেশের ইতিহাসে এক অবিস্মরণীয় নেত্রী হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবেন।
এই শোকাবহ মুহূর্তে টুডে সিলেট পরিবার মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, দলীয় নেতাকর্মী ও অসংখ্য শুভানুধ্যায়ীর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।
মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাহত সবাইকে এই অপূরণীয় শোক সইবার শক্তি ও ধৈর্য দান করেন—আমিন।