
মো আল আমিন
মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মো. আপেল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৭ ডিসেম্বর) বিকালে উপজেলার বংশীকুন্ডা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্র জানায়,মধ্যনগর থানার অফিসার ইনচার্জ এ কে এম সাহাবুদ্দিন শাহীন এর দিকনির্দেশনায় এসআই নজমুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযানটি পরিচালনা করেন। গ্রেফতারের পর সন্ধ্যা ৬টা ৫ মিনিটে তাকে থানায় আনা হয়।
গ্রেপ্তারকৃত মো. আপেল মিয়া বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। তিনি মধ্যনগর থানার মামলা নং-০৬ (তারিখ: ২৭/১১/২০২৪), বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারায় রুজুকৃত মামলার তদন্তে সন্দেহভাজন আসামি ছিলেন।
এ বিষয়ে মধ্যনগর থানার ওসি এ কে এম সাহাবুদ্দিন শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।