
মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগরে পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট–২’-এ এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে এসআই নাজমুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নেত্রকোনা জেলার মুক্তারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। অভিযানে মধ্যনগর থানা পুলিশের পাশাপাশি নেত্রকোনা জেলা ডিবি পুলিশের একটি দল অংশ নেয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি মো. সাখাওয়াত হোসাইন মৃত আব্দুল হেকিমের ছেলে। তিনি মধ্যনগর থানাধীন ৪ নম্বর মধ্যনগর সদর ইউনিয়নের বনগাঁও গ্রামের বাসিন্দা এবং মধ্যনগর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
পুলিশ জানায়, তিনি মধ্যনগর থানার মামলা নং–০৬ (তারিখ: ২৭/১১/২০২৪), ধারা ১৫(৩)/২৫ডি, বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর অধীন একটি নিয়মিত মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি ছিলেন। তদন্তের অংশ হিসেবে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মধ্যনগর থানার ওসি এ কে এম সাহাবুদ্দিন শাহীন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।