
সিলেটের গোলাপগঞ্জে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত বেড়ে ৩ জনে পৌঁছেছে। গুরুতর আহতন একজন চিকিৎসাধীন রয়েছে।
গতকাল বুধবার রাত ১২ টার দিকে সিলেট-বিয়ানীবাজার-জকিগঞ্জ সড়কের তেরমাইল নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরো ২ জন নিহত হয়েছেন।
নিহতরা হলো গোলাপগঞ্জ সদর ইউনিয়নের গোয়াসপুর গ্রামের আব্দুল আহাদ (৪২), উপজেলার রানাপিং ছত্রিশ গ্রামের লাল মিয়ার ছেলে সাব্বির আহমদ (২১)। পরবর্তীতে রাতেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান সদর ইউনিয়নের ফাজিল পুর গ্রামের মৃত আব্দুল আলিমের ছেলে আরিফুল হক জয় (৩৫)।
এছাড়া গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন মৌলভীবাজারের জুড়ি উপজেলার বাছিরপুর গ্রামের বাছিরপুর গ্রামের আকমল হোসেনের ছেলে জাকির আহমদ (২০)।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে প্রেরন করেন।