
লন্ডনে প্রবাসী বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আবেগঘন বিদায়.....
টুডেসিলেট ডেক্স ::নিজেকে ‘হাফ সিলেটি’ বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
দেশে ফেরার আগে লন্ডনে শেষবারের মতো বড় জমায়েতে প্রবাসী বিএনপি কর্মীদের সঙ্গে মিলিত হন তারেক রহমান। বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লন্ডনের সিটি প্যাভিলিয়নে লন্ডন বিএনপির আয়োজিত আলোচনা সভায় কথা বলছিলেন তারেক।
সেখানে সবার উদ্দেশে তিনি বলেন, “এখানে আপনারা অনেকেই আছে, শুধু সিলেট নয়, সিলেটসহ বিভিন্ন জেলা, সিলেটের বাইরেও…তবে অধিকাংশই সিলেটেরবাট সিলেটের বাইরেও মানুষ আছেন…সিলেট হোক, সিলেটের বাইরেই হোক…. ভাই আমিও হাফ সিলেটি। কাজেই বলে লাভ নাই।”
এ কথায় উপস্থিত সবাই করতালি দেন। এ সময়ে তারেককে হাস্যোজ্জ্বল দেখাচ্ছিল।
তারেক রহমান বিয়ে করেছেন সিলেটে। নৌবাহিনী প্রধান রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খানের ছোট মেয়ে চিকিৎসক জুবাইদা রহমানকে বিয়ে করেন তারেক।মাহবুব আলী খানের বাড়ি সিলেটের বিরাহীমপুরে।
এদিকে ২৫ ডিসেম্বর দেশে ফেরার আগে লন্ডনে বিজয় দিবসের এ অনুষ্ঠান কার্যত তারেকের বিদায় অনুষ্ঠানে পরিণত হয়।
হল ভর্তি প্রবাসী বিএনপি কর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা কী ঐক্যবদ্ধ থাকতে পারবেন?” কর্মী-সমর্থকরা সমবেত কণ্ঠে ‘হ্যাঁ’ বলেন।
তারেক বলেন, “ঐক্যবদ্ধ থাকতে পারলেই আমরা আমাদের এই যে পরিকল্পনার (দেশ গড়ার পরিকল্পনা) কথা বললাম, তা সফল করতে পারব, ঐক্যবদ্ধ থাকলেই আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে পারব, ঐক্যবদ্ধ থাকলেই আমরা বাংলাদেশে জবাবদিহিমূলক ব্যবস্থা গড়ে তুলতে পারব।”