
মো আল আমিন মধ্যনগর,(সুনামগঞ্জ) প্রতিনিধি:
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারে সুনামগঞ্জ জেলার সীমান্তজুড়ে রেড অ্যালার্ট জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। হামলাকারীরা যাতে সীমান্ত বা সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজিবি সূত্র জানায়, ঘটনার পর থেকে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর আওতাধীন প্রায় ১২০ কিলোমিটার সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল জোরদার করা হয়েছে। সন্দেহভাজনদের আটক করতে সীমান্তের বিওপিগুলোতে অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে।
বিজিবির মহিষখোলা ক্যাম থেকে জানানো হয়েছে, হামলার সঙ্গে জড়িতরা যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করতে না পারে, সে বিষয়ে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।
এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সীমান্তজুড়ে কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।
তিনি আরও জানান, সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এসব চেকপোস্টে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানোর পাশাপাশি জিজ্ঞাসাবাদ কার্যক্রমও চলমান রয়েছে।