
মোঃ মীরজাহান মিজান, বিশেষ প্রতিনিধি, জগন্নাথপুর (সুনামগঞ্জ)
১১ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জের জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়েছে নবীনবরণ ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। কলেজের অধ্যক্ষ নজরুল ইসলামের সভাপতিত্বে ও প্রভাষক হুমায়ুন কবিরের পরিচালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জগন্নাথপুর সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহিদুল আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর বাজার বনিক সমিতির সভাপতি আফসর উদ্দিন ভূইয়া, জগন্নাথপুর ডিগ্রি কলেজের প্রভাষক আবদুর রউফ, সিনিয়র সাংবাদিক তাজ উদ্দিন আহমদ, এবং কলেজের পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল। আরও উপস্থিত ছিলেন প্রভাষক সালেহ আহমদ, শামীমা আক্তার, স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুরের সাধারণ সম্পাদক আলী হোসেন, এবং শিক্ষার্থী ফারিহা আনজুম নাবিলা, ফারিহা বেগমসহ বিভিন্ন অভিভাবক ও অতিথি।
এছাড়া, অনুষ্ঠানের এক বিশেষ মুহূর্ত ছিল সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া। অতিথিরা শিক্ষার্থীদের উৎসাহিত করে বলেন, ভবিষ্যতে আরও ভালো ফলাফল ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য।
এই সান্ধ্য অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং অভিভাবকগণসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, যারা একত্রিত হয়ে কলেজের সাফল্য উদযাপন করেন।