
দিরাই সুনামগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতা : সুনামগঞ্জের দিরাইয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৩০ জন। আজ বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলার করিমপুর ইউনিয়নের মাটিয়াপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, হাওরের বোরো জমির সেচের পানি নিয়ে ওই গ্রামের রিপন মিয়া ও ছাব্বির মিয়ার গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে গুরতর আহত ফজলুল হক(৭০), রুমন মিয়া(২০), বিল্লাল আহমদ(২৯), রুমান(২৭), আব্দুর রহিম(৭৫), শফিকুল ইসলামকে(৩০) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সাব্বির মিয়া(৪৮), আলিনুর (৩২), জাকির হোসেন(৪৭), সানু মিয়া(৩৪), লিমন মিয়া(১৯), তোফাজ্জুল মিয়া(১৮), আব্দুল কাহার(৭০), জিয়াউর (৪৫), ইমাদ রহমান(১৯), আমিরুল হক(৪০), দিলদার মিয়া(৩২), শিপন মিয়া(৩৫), মিঠু রেজাকে(২২) দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজিয়া মানানুল ইসলাম।এব্যপারে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। মামলা হলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।