
দৈনিক বর্তমান বাংলার সিলেট ব্যুরোচিফ কামরুল হাসান জুলহাসের ছোট ছেলে ইশরাক হাসান রিয়ান-এর জন্মদিন উপলক্ষে এক উষ্ণ ও আনন্দঘন মিলনমেলার আয়োজন করা হয়। বুধবার (৩ ডিসেম্বর) রাত ৮টায় সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার হুমায়ুন চত্বরে ব্যুরোচিফ কামরুল হাসান জুলহাসের নিজ বাসভবনে পারিবারিকভাবে এ জন্মবার্ষিকী পালন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পরিবারের সদস্যদের পাশাপাশি ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও পেশাগত সহকর্মীরা উপস্থিত ছিলেন। জন্মদিনকে কেন্দ্র করে সবাই একত্রিত হয়ে আনন্দঘন সময় কাটান। শিশু ইশরাক হাসান রিয়ানের জন্য দোয়া ও শুভকামনার মধ্য দিয়ে অনুষ্ঠান সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়।
এই মিলনমেলায় অংশগ্রহণকারীরা ছোট্ট রিয়ানের সুস্থতা, সুন্দর ভবিষ্যৎ এবং দীর্ঘায়ু কামনা করেন। পারিবারিক ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে আয়োজনটি হয়ে ওঠে স্মরণীয়।