
সিলেট-ঢাকা মহাসড়কের লালাবাজারে বাস ও ট্রাকের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৩ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে দক্ষিণ সুরমার ভরাউট এলাকার পুলিশ ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-সিলেট-জগন্নাথপুর রুটে চলাচলকারী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের জোরালো সংঘর্ষ হয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং গ্লাস ছিটকে পড়ে। দুর্ঘটনার পর স্থানীয়রা ও প্রত্যক্ষদর্শীরা দ্রুত আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে পাঠান। তবে আহতদের পরিচয় এখনও জানা যায়নি।
খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ নেন।
থানা ওসি মো. মিজানুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, সংঘর্ষের পর মহাসড়কের উভয় পাশে তীব্র যানজট সৃষ্টি হয়েছিল। তবে পুলিশের দ্রুত হস্তক্ষেপে বিকেল সাড়ে ৫টার দিকে যান চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়।
দুর্ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে।