
সিলেটের মোগলাবাজার থানা পুলিশের দ্রুত ও সমন্বিত অভিযানে ডাকাতির মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই লুট হওয়া প্রায় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ৩ জন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটে ০১ ডিসেম্বর ২০২৫ রাত ৩টা ১৫ মিনিটে। লালমাটিয়া, রয়েল সিটি আবাসিক এলাকা সংলগ্ন সিলেট–ফেঞ্চুগঞ্জ সড়কে স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস লিমিটেডের একটি কাভার্ড ভ্যানকে একটি সাদা নোহা গাড়ি ব্যারিকেড দেয়। এরপর নোহা ও একটি সাদা প্রাইভেট কার থেকে ৬–৭ জন সশস্ত্র ডাকাত চালক ও হেলপারকে মারধর করে কনটেইনার খুলে মূল্যবান মালামাল লুট করে। তাদের কাছ থেকে ২টি মোবাইল ফোনও ছিনিয়ে নেয় ডাকাতদল। এ ঘটনায় মোগলাবাজার থানায় ৩৯৫/৩৯৭ ধারায় মামলা (নং-০১/১৫২, তারিখ-০১/১২/২০২৫) দায়ের হয়।
২৪ ঘণ্টার মধ্যেই অভিযান ও গ্রেপ্তার
মঙ্গলবার ভোর রাতে থানার ওসি মোহাম্মদ শামছুল হাবিবের দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী তোবারক হোসেন নেতৃত্বে প্রযুক্তির সহায়তায় অভিযান চালানো হয়।
ক্রমে গ্রেপ্তার হন—
১️⃣ সাকেল আহমদ (৩৩) — পশ্চিমভাগ আবাসিক এলাকা
২️⃣ আক্তার হোসেন (৩৪) — পূর্ব শ্রীরামপুর
৩️⃣ রিহাদ আহমেদ (৩৭) — সুলতানপুর
জিজ্ঞাসাবাদে তিনজনই ডাকাতির ঘটনা অকপটে স্বীকার করেন।
উদ্ধার অভিযান
আসামিদের দেখানো মতে ভোর ৫টা ৪৫ মিনিটে রিহাদ আহমেদের বাড়ির বাউন্ডারির কচুর ঝোপের ভেতর থেকে
৩টি সাদা বস্তা,
২টি কালো পলিথিনের বস্তা
এবং ২টি খাকি রঙের কার্টুনে রাখা লুট হওয়া মালামাল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য এবং সিলেট মহানগরসহ বিভিন্ন এলাকায় নিয়মিত ডাকাতি করে আসছিল।
আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যান্য পলাতক ডাকাতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।