
সিলেট রেঞ্জের ৩৯ থানায় নতুন ওসি পদায়ন করা হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লটারির মাধ্যমে এসব ওসিকে পদায়ন করা হয়েছে।
৩৯ থানার মধ্যে সিলেট জেলার ১১, সুনমাগঞ্জের ১২, হবিগঞ্জের ৯ ও মৌলভীবাজারের ৭টি থানা পাচ্ছে নতুন ওসি।
সিলেট জেলার ১১টি থানায় লটারির মাধ্যমে পদায়নকৃত নতুন ওসিরা হলেন কোম্পানীগঞ্জ থানায় মো. সফিকুল ইসলাম খান। তিনি হবিগঞ্জ জেলার মানুষ। গোয়াইনঘাটের ওসির দায়িত্বও পেয়েছেন হবিগঞ্জের মো. আব্দুল আহাদ। জকিগঞ্জের ওসির দায়িত্ব পেয়েছেন জামালপুরের মুহাম্মদ আব্দুর রাজ্জাক, বালাগঞ্জের ওসি হয়েছেন নারায়নগঞ্জের মো. মাহফুজ ইমতিয়াজ ভুইয়া, বিশ্বনাথ থানার নতুন ওসি হয়েছেন খুলনার গাজী মো. গাজী মো. মাহবুবুর রহমান, গোলাপগঞ্জ মডেল থানার দায়িত্ব পেয়েছেন বগুড়ার মো. আরিফুল ইসলাম, বিয়ানীবাজার মডেল থানার ওসি সুনামগঞ্জের মো. ওমর ফারুক, ওসমানীনগরের নতুন ওসির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মনবাড়িয়ার মো. মোরশেদুল হাসান ভূইয়া, জৈন্তাপুর মডেল থানার নতুন ওসি কুমিল্লার মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, কানাইঘাট থানার নতুন ওসি গাজীপুরের মো. আমিনুল ইসলাম ও ফেঞ্চুগঞ্জ থানার নতুন ওসির দায়িত্ব পেয়েছেন শরীয়তপুরের আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির।
সুনামগঞ্জের ১২ থানায় লটারির মাধ্যমে নতুন ওসি নিয়োগ দেওয়া হয়েছে। এদের মধ্যে শাল্লার দায়িত্ব পেয়েছেন কুষ্টিয়ার মো. রোকিবুজ্জামান, দোয়ারাবাজার থানার নতুন ওসি ময়মনসিংহের মো. তরিকুল ইসলাম তালুকদার, সুনামগঞ্জ সদর মডেল থানার ওসির দায়িত্ব পেয়েছেন বাগেরহাটের রতন শেখ পিপিএম, দিরাই থানার নতুন ওসির দায়িত্ব পেয়েছেন নেত্রকোনার এনামুল হক চৌধুরী, মধ্যনগর থানার নতুন ওসির দায়িত্ব পেয়েছেন বরিশালের একেএম শাহাবুদ্দিন শাহীন পিপিএম, জামালগঞ্জের নতুন ওসির দায়িত্ব পেয়েছেন জামালপুরের মো. বন্দে আলী, ছাতকের নতুন ওসির দায়িত্ব পেয়েছেন চট্টগ্রামের মোহাম্মদ মিজানুর রহমান, জগন্নাথপুরের নতুন ওসির দায়িত্ব পেয়েছেন জামালপুরের মো. শফিকুল ইসলাম, ধর্মপাশার নতুন ওসির দায়িত্ব পেয়েছেন কুমিল্লার মো. সহিদ উল্যা, শান্তিগঞ্জের নতুন ওসির দায়িত্ব পেয়েছেন ভোলার মো. অলিউল্লাহ, বিশ্বম্ভরপুর থানার নতুন ওসি হয়েছেন, ময়মনসিংহের মোহাম্মদ জাহিদুল ইসলাম, তাহিরপুরের নতুন ওসি হয়েছেন ময়মনসিংহের মো. আমিনুল ইসলাম।হবিগঞ্জের নবীগঞ্জ থানার নতুন ওসির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মনবাড়িয়ার মো. মোনায়েম মিয়া, শায়েস্তাগঞ্জের নতুন ওসির দায়িত্ব পেয়েছেন ময়মনসিংহের মো. আবুল কালাম, হবিগঞ্জ সদর মডেল থানার ওসির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার মো. দেলোয়ার হোসেন, মাধবপুরের ওসি হয়েছেন মানিকগঞ্জের মো. মাহবুব মোরশেদ খান, বাহুবলের নতুন ওসি হয়েছেন কুমিল্লার মো. সাইফুল ইসলাম, চুনারুঘাটের নতুন ওসি হয়েছেন জামালপুরের শফিকুল ইসলাম, বানিয়াচঙের নতুন ওসি হয়েছেন কিশোরগঞ্জের শরীফ আহমেদ, আজমিরীগঞ্জের নতুন ওসি হয়েছেন মো. আকবর হোসেন. লাখাই থানার নতুন ওসির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার মো. জাহিদুল হক।
মৌলভীবাজারের রাজনগর থানার নতুন ওসি হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার মো. ফরিদ উদ্দিন আহমেদ ভূইয়া, বড়লেখা থানার নতুন ওসি ময়মনসিংহের মো. মনিরুজ্জামান খান, কুলাউড়ার নতুন ওসি নারায়নগঞ্জের মো. মনিরুজ্জামান মোল্যা, মৌলভীবাজার সদর মডেল থানার ওসি হয়েছেন কিশোরগঞ্জের মো. সাইফুল ইসলাম, শ্রীমঙ্গল থানার নতুন ওসি হয়েছেন নেত্রকোনার শেখ জহিরুল ইসলাম মুন্না, কমলগঞ্জ থানার নতুন ওসি হয়েছেন হবিগঞ্জের মো. আব্দুল আউয়াল, জুড়ী থানার নতুন ওসি হয়েছেন সুনামগঞ্জের দিলিপ কান্ত নাথ।