
সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) এক অভিযানে এয়ারপোর্ট থানাধীন বুরজান চা বাগান এলাকা থেকে একসাথে ১২ জনকে গ্রেপ্তার করেছে।
রোববার (৩০ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে চা বাগানের উত্তর লাইন ফরিদ স্টোর এলাকায় প্রকাশ্যে ‘ঝাণ্ডু-মুন্ডু’ জুয়া খেলার সময় তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—
মাসুক আহমদ (৩৫), স্বন্দীপ চাষা (২৭), সুমন দেবনাথ (৩২), ফরিদ আহমদ (২৮), রহিম মিয়া (৪০), খোকন মিয়া (৩৫), সেবুল আহমদ (৫৫), নজরুল ইসলাম (৩২), রেদোয়ান আহমদ (৩০), রুনু আহমদ (৪০), মো. রাজু (৩৪) এবং মোহাম্মদ আলী (৫৫)।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জুয়ার সরঞ্জামসহ ১২ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।