
সিলেট-ঢাকা রুটে বিমান ভাড়ার অস্বাভাবিক বৃদ্ধিকে কেন্দ্র করে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার প্রেক্ষিতে অবশেষে ভাড়া পুনর্নির্ধারণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শুক্রবার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের সরবরাহ করা তথ্য অনুযায়ী “যাত্রীসেবা উন্নয়ন ও বাজার পরিস্থিতি বিবেচনায়” সিলেট-ঢাকা-সিলেট রুটের নতুন ভাড়া কাঠামো ঘোষণা করা হয়েছে।
নতুন ভাড়া কাঠামো:
সিলেট–ঢাকা রুটে সর্বনিম্ন ভাড়া: ২,০২৪ টাকা
ট্যাক্সসহ মোট: ৩,১৯৯ টাকা
সর্বোচ্চ ভাড়া: ৭,০২৪ টাকা
ট্যাক্সসহ মোট: ৮,১৯৯ টাকা
এর আগে সিলেট-ঢাকা রুটে বিমানের উচ্চ ভাড়া নিয়ে সিলেটজুড়ে তীব্র ক্ষোভ ও আন্দোলন চলছে। আন্দোলনকারীদের অভিযোগ— সিলেট-ঢাকা সড়কের খারাপ পরিস্থিতির সুযোগ নিয়ে অসাধু সিন্ডিকেট অস্বাভাবিকভাবে বিমান ভাড়া বাড়িয়ে দিয়েছে।