
মোঃ মীরজাহান মিজান
বিশেষ প্রতিনিধি, জগন্নাথপুর:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পাঁচজনকে ভিন্ন মেয়াদের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসীন উদ্দিনের নেতৃত্বে এসআই রফিকুল ইসলাম ও এসআই উমর ফারুকসহ পুলিশের একটি দল আশারকান্দি ইউনিয়নের বড়ফেঁচি বাজার সংলগ্ন কুশিয়ারা নদীতে অভিযান পরিচালনা করেন।
অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের লঙ্ঘনের দায়ে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার জনুপুর গ্রামের আলাল উদ্দিন (৩১) এবং ধর্মপাশা উপজেলার শরিয়তপুর গ্রামের নবী হোসেনকে (৩০) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া ধর্মপাশার সরিষাকান্দা ইসলামপুর গ্রামের মনির হোসেন (২৫), শান্তিপুর গ্রামের দিদার মিয়া (২৩) এবং কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার হোসেনপুর গ্রামের নজরুল ইসলাম (২৭)–কে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তদের দুপুরেই যথাযথ পুলিশ প্রহরায় সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।