
কানাইঘাটের ৮ নং ঝিংগাবাড়ী ইউনিয়নের জালালাবাদ মডেল একাডেমির অভিভাবক সমাবেশ ও ৮ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে একাডেমির হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
একাডেমির পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক আশিক উদ্দিন খোকনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট প্রেসক্লাবের সহ সভাপতি তাওহীদুল ইসলাম।
তিনি তার বক্তব্য শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন,বড় হওয়ার জন্য স্বপ্ন থাকতে হবে। বড় স্বপ্ন নিয়ে জীবনে এগিয়ে যেতে হবে। লেখাপড়ায় শুধু মেধাবী হলেই চলবে না, মানবিক মানুষ হতে হবে। মা-বাবা,শিক্ষক ও বড়দের শ্রদ্ধা করতে হবে, তাদের কথামতো চলতে হবে। ছোটদের স্নেহ করতে হবে। তাহলেই তোমরা আলোকিত ও সফল মানুষ হতে পারবে।
এতে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির প্রধান শিক্ষক
কমরুল হাসান সালমান।
বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ মানিককোনা স্কুল এন্ড কলেজের প্রভাষক লুৎফুর রহমান, কাপ্তানপুর ইবতেদায়ী মাদরাসার সিনিয়র শিক্ষক আব্দুশ শহিদ, একাডেমির পরিচালক প্রবাসী আওলাদ হোসেন, শিক্ষক আজাদ হোসেন তারেক
ও জামিল হোসাইন প্রমুখ।