
নিজস্ব প্রতিবেদক:
প্রায় সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল তিনটার দিকে রেল চলাচল স্বাভাবিক হয় বলে রেলওয়ে সূত্র নিশ্চিত করেছে।
এর আগে সকাল ১১টার দিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ইটাখোলা এলাকায় পৌঁছালে সিলেটগামী কালনী এক্সপ্রেসের ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে পড়ে। এতে ট্রেনটি মাঝপথে থেমে যায় এবং রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার লিটন দে জানান, ঘটনাকালে কালনী এক্সপ্রেসে প্রায় এক হাজার যাত্রী ছিলেন। পরে আখাউড়া জংশন থেকে একটি রিলিফ ট্রেন পাঠানো হয়। রিলিফ ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছে জরুরি মেরামত সম্পন্ন করার পর পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
রেল চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছিলেন যাত্রীরা। তবে মেরামত শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ায় স্বস্তি ফিরেছে।