
মোঃ মীরজাহান মিজান
বিশেষ প্রতিনিধি, জগন্নাথপুর:
সুনামগঞ্জের জগন্নাথপুরে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে সপ্তাহব্যাপী জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা ২০২৫। বুধবার সকালে আবদুস সামাদ আজাদ অডিটরিয়াম প্রাঙ্গণে উপজেলা প্রশাসন, প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং এনডিপির সহযোগিতায় দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে মেলার উদ্বোধন করা হয়। রঙিন সাজসজ্জা আর প্রাণিজ সম্পদের বৈচিত্র্য দেখতে সকাল থেকেই সাধারণ মানুষের ভিড় জমতে থাকে মেলা প্রাঙ্গণে।
“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি” স্লোগানকে সামনে রেখে সকালে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অডিটরিয়াম প্রাঙ্গণে এসে আলোচনা সভায় মিলিত হয়। সভার প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহ এবং সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আল আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দিন, উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজন আকন্দ। সাংবাদিক, জনপ্রতিনিধি, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, সফল খামারি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মেলায় ২০টি স্টলে প্রদর্শন করা হয় ঘোড়া, গরু, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস-মোরগ, কবুতর, ময়না, কোয়েল, পোষা বিড়ালসহ নানা বিরল ও আকর্ষণীয় প্রাণী। পশু-পাখির বৈচিত্র্য দেখতে দর্শনার্থীদের গুনগুন উপস্থিতি সারাদিন মেলাকে প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে সফল খামারিদের হাতে সম্মাননা স্মারক এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহ বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও দেশীয় জাতের বিকাশে এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে কৃষকেরা আরও উৎসাহী হবেন পশু-পাখি লালন-পালনে।