
মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, মধ্যনগর উপজেলাধীন ১ নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেনের মা ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
আজ বুধবার বিকেল ৩টা ৫০ মিনিটে তিনি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবার সূত্রে জানা গেছে, মৃত্যুকালে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মধ্যনগর উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক গোলাম ছয়ফুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রায়হান উদ্দিন (সোহেল) এবং যুগ্ম আহ্বায়ক মোঃ সাইদুর রহমান জিয়া। এক শোকবার্তায় তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মহান রাব্বুল আলামীন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি দান করুন—আমিন।