
রাংপানি নদীতে অবৈধ বালু উত্তোলন—১৮ বারকি নৌকা কেটে ডুবিয়ে দিল প্রশাসন!
সিলেটে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাংপানি নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে জৈন্তাপুর উপজেলা প্রশাসন পরিচালনা করেছে বিশেষ সাঁড়াশি অভিযান।
অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত ১৮টি বারকি নৌকা ইলেকট্রিক করাত দিয়ে কেটে টুকরো টুকরো করে নদীতে ডুবিয়ে দেওয়া হয়।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৯টায় রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন নদীতীরে এ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা অমান্য করে ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন চলছিল। এতে পরিবেশগত ক্ষতি ও নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় উপজেলা প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করে।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব।
অভিযানে সহযোগিতা করেন বিজিবি–৪৮ ব্যাটালিয়ন, শ্রীপুর বিওপি, এবং জৈন্তাপুর মডেল থানার পুলিশ সদস্যরা।
অভিযান শেষে এএসসি পলি রানী দেব বলেন—
“সরকারি নিষেধাজ্ঞা অমান্যকারী ও পরিবেশ বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। কেউ ছাড় পাবে না।”