
মোঃ মীরজাহান মিজান
বিশেষ প্রতিনিধি, জগন্নাথপুর:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না পশ্চিমপাড়া গ্রামে আলিমা বেগম (২৬) নামে এক যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৭ টায় দিকে আলিমার শাশুড়ি ঘরের দরজা খুলতে গিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়দের জানান।
খবর পেয়ে জগন্নাথপুর থানার এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।
পরে প্রাথমিক সুরতহাল শেষে মরদেহটি সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।
নিহত আলিমা বেগম স্থানীয় প্রবাসী লালন মিয়ার স্ত্রী।