
শুক্রবার সকালে সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৯ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৫। এর কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধবদী এলাকায়, যা জেলার পশ্চিম-দক্ষিণ-পশ্চিম দিকে প্রায় ১৪ কিলোমিটার দূরে।
তাৎক্ষণিকভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
ঢাকায় ভূমিকম্পের সময় আশপাশের ভবনগুলোতে তীব্র ঝাঁকুনি অনুভূত হলেও সিলেটে হালকা কম্পন দেখা যায়। অনেকেই ভূমিকম্পটি টেরও পাননি।
বিশেষজ্ঞদের মতে, এ ধরনের ৫ মাত্রার ওপরে ভূমিকম্পকে সাধারণত মাঝারি মাত্রার ভূমিকম্প ধরা হয়, যা ভবন বা কাঠামোর সামান্য ক্ষতি করতে পারে।
সিলেট অঞ্চল আগেই ভূমিকম্পের উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে চিহ্নিত। এখানে প্রায়ই ছোট-বড় ভূমিকম্প অনুভূত হয়ে থাকে।