
মোঃ মীরজাহান মিজান
বিশেষ প্রতিনিধি, জগন্নাথপুর
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শিক্ষিকা বন্যা রানী দাশকে যৌতুকের দাবিতে দীর্ঘদিন শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে তার স্বামী সহকারী শিক্ষক দ্বিপক দাশকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (১৯ নভেম্বর) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজিরা দিতে উপস্থিত হলে বিচারক মামলার কার্যক্রম শেষে দ্বিপক দাশকে দোষী সাব্যস্ত করে কারাগারে প্রেরণের আদেশ দেন। দোষী সাব্যস্ত দ্বিপক দাশ কচুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালে বন্যা রানী দাশ জগন্নাথপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নং–৮/২০২৫) দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তার স্বামী দীর্ঘদিন ধরে যৌতুকের জন্য নানাভাবে তাকে নির্যাতন করে আসছিলেন।
বাদীপক্ষের আইনজীবী অসিত দাশ বলেন, “আদালত আজ আসামিকে দোষী সাব্যস্ত করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এটি ন্যায়বিচারের সঠিক প্রতিফলন।”
অন্যদিকে রসুলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বন্যা রানী দাশ বলেন, “আমি ন্যায়বিচার পেয়েছি। আমার ওপর বহু নির্যাতন হয়েছে, এমনকি সন্তানও হারাতে হয়েছে। আদালতের রায়ে স্বস্তি পেয়েছি।”