
জৈন্তাপুরে আলোচনা সভা ও গণসংযোগে আরিফুল হক চৌধুরী
সিলেট-৪ আসনের বিএনপি প্রার্থী, দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন,
সিলেটের প্রাকৃতিক সম্পদ দিয়ে সারা দেশের উন্নয়ন হলেও সিলেটবাসী উন্নয়ন থেকে বঞ্চিত।
তিনি বলেন, "আমি নির্বাচিত হলে তারেক রহমানের বিশেষ পরিকল্পনা অনুযায়ী জৈন্তাপুরসহ তিনটি উপজেলাকে এমনভাবে গড়ে তুলবো যাতে যে কেউ প্রবেশ করলেই বুঝতে পারে এটি একটি পর্যটন এলাকা।"
তিনি আরও বলেন,
"পরিবেশের দোহাই দিয়ে সিলেটের মানুষকে আর বঞ্চিত হতে দেওয়া হবে না। রাষ্ট্রের ক্ষতি না করে সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলন করে স্থানীয় উন্নয়নে ব্যবহার করা হবে।"
সভায় উপস্থিত ছিলেন
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. আব্দুর রশিদ।
সাধারণ সম্পাদক মো. আব্দুল হাফিজ অনুষ্ঠানটি পরিচালনা করেন।
সিলেট জেলা ও মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেন।
গণসংযোগ
এর আগে আরিফুল হক চৌধুরী সকালে জৈন্তাপুরের ১নং নিজপাট ইউনিয়নে এবং বিকেলে জৈন্তাপুর পূর্ব বাজারে গণসংযোগ করেন।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।