
নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ :
সুনামগঞ্জের ছাতক উপজেলায় বাজারের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ শেষ পর্যন্ত রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিল। বুধবার (১৯ নভেম্বর) সকালে চরমহল্লা ইউনিয়নের নানশ্রী ও সিদ্ধারচর গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়ালে অন্তত ২৫ জন আহত হন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সিদ্ধারচর গ্রামের পাশে ‘ইসলামগঞ্জ’ নামে নতুন একটি বাজার প্রতিষ্ঠার উদ্যোগ নেয় এলাকাবাসী। তবে বাজারের নির্ধারিত জায়গা নিয়ে বাজার কমিটির সঙ্গে স্থানীয় বাসিন্দা আব্দুল হকের বিরোধ দীর্ঘদিনের। বিষয়টি আদালতেও বিচারাধীন।
এরই মধ্যে মঙ্গলবার জমি মাপজোককে কেন্দ্র করে নানশ্রী গ্রামের চান্দ আলী ও আব্দুল হকের মধ্যে তর্কাতর্কির জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেই ধারাবাহিকতায় বুধবার সকালেই দুই গ্রামের শতাধিক মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
চরমহল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মতিন জানান, “ইসলামগঞ্জ বাজারের জায়গা নিয়ে অনেকদিন ধরেই টানাপোড়েন চলছে। গতকালের মাপজোকের পর উত্তেজনা চরমে উঠলে আজ সকালে সংঘর্ষ বাধে।”
আহতদের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান বলেন, “জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ হয়েছে। পুলিশ দ্রুত গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশ টহল জোরদার করা হয়েছে।