
নিজস্ব প্রতিবেদক সুনামগঞ্জ :
সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে ছাতক উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ১৭ই নভেম্বর সোমবার সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম।
কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের তালিকাভুক্ত কৃষকদের মাঝে মানসম্মত বীজ ও নির্ধারিত পরিমাণ রাসায়নিক সার বিতরণ করা হয়। কৃষি কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে ৩ হাজার একর জমিতে আমন আবাদ হয়েছে, যেখানে সাড়ে ৩ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে।
এ ছাড়া উপজেলায় মোট ১২,৯৫০ একর জমিতে আমন চাষাবাদ হয়েছে, যেখানে ৫০–৬০ হাজার মেট্রিক টন ধান উৎপাদন প্রত্যাশা করা হচ্ছে। কৃষি বিশেষজ্ঞরা মনে করছেন, সরকারি সহায়তা, সময়মতো সার-বীজ সরবরাহ ও অনুকূল আবহাওয়া উৎপাদন বৃদ্ধি রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, “কৃষি উৎপাদন বাড়াতে সরকার নিয়মিতভাবে বিভিন্ন প্রণোদনা দিচ্ছে। বীজ ও সার বিতরণ কৃষকদের স্বস্তি দেবে এবং উৎপাদন বাড়াতে সহায়ক হবে।”
উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম বলেন, “আধুনিক প্রযুক্তি, ভালো মানের বীজ এবং সঠিক সময়ে সার প্রয়োগের মাধ্যমে চলতি মৌসুমে আমাদের উপজেলায় ভালো ফলনের সম্ভাবনা অত্যন্ত বেশি।”
অনুষ্ঠানে স্থানীয় কৃষি কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি, কৃষি কর্মী এবং উপকারভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন। কৃষকরা সরকারের এ সহায়তায় সন্তোষ প্রকাশ করেন।