
জুলাই–আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডাদেশ ঘোষণার পর সিলেটে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) বিকেল ৪টার দিকে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ছাত্র-জনতার উদ্যোগে এ মিছিল বের হয়। মিছিলটি জিন্দাবাজার পয়েন্ট প্রদক্ষিণ করে আবারও শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে অংশগ্রহণকারীরা মিষ্টি বিতরণ করেন।
মিছিলে অংশগ্রহণকারীরা ‘অ্যাকশন অ্যাকশন—ডাইরেক্ট অ্যাকশন’, ‘ছাত্রলীগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘খুনি লীগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান দেন।
এসময় মিছিলকারীরা জানান, শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে আদালতের দেওয়া ফাঁসির রায় কার্যকর করতে হবে।