
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্ধানে রাজধানীর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় সোমবার (১৭ নভেম্বর) দুপুরে মাইকিং করা হয়েছে। এ সময় মাইকে বলা হয়—
“একটি হারানো বিজ্ঞপ্তি। আমাদের হাসিনা খালা (শেখ হাসিনা) গত ৫ আগস্ট সপরিবারে হারিয়ে গেছেন। কোনো সৎ-হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেলে তাকে হাইকোর্টের ফাঁসির মঞ্চে পৌঁছে দেবেন।”
এদিকে চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার মামলায় মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছে।
একই মামলায় দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল।
গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে করা এটাই প্রথম মামলার রায়।