
সিলেট মহানগরের আখালিয়া নবাবী জামে মসজিদ সংলগ্ন একটি গাড়ির গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৬ নভেম্বর) রাত দেড়টার দিকে ঢাকা অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আগুনের সূত্রপাত হয়।
সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) সাইফুল ইসলাম জানান, আগুনে গ্যারেজে থাকা আটটি গাড়ি ও একটি মোটরসাইকেল সম্পূর্ণ পুড়ে গেছে। আগুন পাশের কয়েকটি দোকানেও ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর রাত পৌনে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তদন্ত চলছে।