
মোঃ মীরজাহান মিজান
বিশেষ প্রতিনিধি, জগন্নাথপুর:
সুনামগঞ্জের জগন্নাথপুর থানার পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে দুই আসামিকে গ্রেফতার করেছে। এদের মধ্যে একজন ধর্ষণ মামলার আসামি এবং অন্যজন ওয়ারেন্টভুক্ত পলাতক।
থানা সূত্রে জানা যায়, প্রথম অভিযানে জগন্নাথপুর পৌরসভার বলবল গ্রাম থেকে ছাতক উপজেলার ভাতগাঁও গ্রামের নজরুল মিয়ার ছেলে ধর্ষণ মামলার আসামি মোজাহিদুল ইসলাম মুছতাকিন (১৯)–কে আটক করা হয়।
এদিকে পুলিশের আরেক অভিযানে পৌর এলাকার বাদাউড়া গ্রাম থেকে ইস্তর আলীর ছেলে ওয়ারেন্টভুক্ত পলাতক নাছির মিয়া–কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর রবিবার (১৬ নভেম্বর) বিকেলে দুইজনকে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জগন্নাথপুর থানা পুলিশ নিশ্চিত করেছে।