
মো. আল আমিন, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর থানায় আইন-শৃঙ্খলা রক্ষায় পরিচালিত বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। থানা পুলিশের কার্যক্রমে গতি বাড়াতে এবং আদালতের নির্দেশিত মামলার আসামিদের দ্রুত আইনের আওতায় আনার লক্ষ্যে এই অভিযান পরিচালিত হয়।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মনিবুর রহমান এর সার্বিক দিকনির্দেশনায় শনিবার (১৫ নভেম্বর ২০২৫) বিকাল ২টা ৩০ মিনিটে এসআই বিকাশ সরকার সঙ্গীয় ফোর্সসহ ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের সাউদপাড়া এলাকায় অভিযান চালান।
অভিযানে সিআর নং–৩৬৭/২২ (বায়োজিদ) মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. জালাল উদ্দীন, পিতা—মো. আবুল কালাম, সাং—সাউদপাড়া, মধ্যনগর—কে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরেই তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন বলে জানা গেছে।
গ্রেফতারের পর নিয়মানুযায়ী পুলিশ স্কটের মাধ্যমে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সরকারি নির্দেশনা অনুযায়ী আদালতের সব ধরনের সিআর ওয়ারেন্ট বাস্তবায়নে মধ্যনগর থানা পুলিশের এই তৎপরতা স্থানীয়ভাবে প্রশংসিত হচ্ছে।