
সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের রফিনগর কান্দা হাটি গ্রামে হাওরে বীজতলা নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
এলাকাবাসীর বরাত দিয়ে জানা যায়, আলি আকবর ও মাহবুব মিয়া গ্রুপের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে গুরুতর আহত মকলেছুর রহমান (৩৫), মুজাহিদ মিয়া (৩০), আব্দুল হেলিম (৪৫), তাজনুর মিয়া (৩৫), মুজাহেদ মিয়া (৫০), মহসিন মিয়া (২২) এবং হিরামনি (৬০)-কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক মনি রাণী তালুকদার।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৮ জনকে আটক করেছে বলে নিশ্চিত করেছেন দিরাই থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক। তিনি জানান, বর্তমানে গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে। মামলা দায়ের হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।